মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯, সাংবাদিকও আছেন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ নয়জন আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পাঠ্যপুস্তক ভবনের সামনে এনসিটিবি সংলগ্ন মেট্রোরেলের নিচে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন শ্রেষ্ঠা রূপাইয়া (২৪), ইসাবা শুহরাত (২৫), রেংইয়ং ম্রো (২৭), ফুটন্ত চাকমা (২২), ধনজেত্রা (২৮), অনন্ত ধামায় (৩৫), ডিবিসি টিভির সাংবাদিক জুয়েল মার্ক (৩৫), শৈলী (২৭) ও দনওয়াই ম্রো (২৪)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বলেন, “আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”

স্টুডেন্টস ফর সভারেন্টি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এনসিটিবি সম্প্রতি পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দটি সরিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদিবাসী ছাত্র-জনতা আজ এনসিটিবি ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে স্টুডেন্টস ফর সভারেন্টির সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

সংঘর্ষে অংশ নেওয়া আদিবাসী ছাত্র-জনতার দাবি, স্টুডেন্টস ফর সভারেন্টি পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক দাবি করেন, “আমাদের পূর্বঘোষিত কর্মসূচি চলাকালীন আদিবাসী শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা কোনো হামলা করিনি।”

এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তারা জাতিগত বিভাজন এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

Nagad

এ ঘটনায় মতিঝিল থানার পরিদর্শক মো. হাইমেনুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।