বার্সেলোনার গোলবন্যা: রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

টানা দুই ম্যাচে ৫ গোলের অনবদ্য পারফরম্যান্স! স্প্যানিশ সুপারকাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয় তুলে নেওয়ার পর এবার কোপা ডেল রে’র রাউন্ড-১৬-তে রিয়াল বেটিসকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা।

ম্যাচে বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল গোল করেছেন একটি। পাশাপাশি আরও দুটি গোলের জোগান দিয়ে প্রভাব রেখেছেন পুরো ম্যাচে।

ম্যাচের শুরু থেকেই দারুণ প্রভাব বিস্তার করে খেলতে থাকে বার্সা। ৩’ মিনিটেট গাবি বার্সার পক্ষে প্রথম গোলটি করেন দানি ওলমোর অ্যাসিস্টে। ২৭’ মিনিটে ইয়ামালের পাস থেকে হুলেস কুন্দে ব্যবধান দ্বিগুণ করেন। ৫৮’ মিনিটে রাফিনহা ইয়ামালের কাউন্টার অ্যাটাক থেকে সহজ গোল করেন। ৬৭’ মিনিটে ফেরান তোরেস ওলমোর ক্রস থেকে চতুর্থ গোলটি করেন। ৭৫’ মিনিটে ইয়ামাল নিজেই গোল করেন, যা ভিএআর দেখে বৈধতা পায়।

৮৪তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রক পেনাল্টি থেকে বেটিসের হয়ে সান্ত্বনার গোল করেন।

বার্সার এই পারফরম্যান্স দেখিয়ে দিচ্ছে, হান্সি ফ্লিকের অধীনে দলটি এখন কতটা আত্মবিশ্বাসী। কোয়ার্টার ফাইনালে দলটি একই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না, তা এখন দেখার বিষয়।

Nagad