যুদ্ধবিরতি চুক্তি আমার প্রশাসনের চাপেই সম্ভব হয়েছে: ট্রাম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার আসন্ন প্রশাসনের চাপ না থাকলে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি কখনোই হতো না। ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদনের পর আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) থেকে চুক্তিটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে ফিলিস্তিনি বন্দি বিনিময়ের পাশাপাশি ইসরায়েলি জিম্মি বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। পরবর্তী পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতির শর্তাবলি চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার ড্যান বোঙ্গিনো শো’তে ট্রাম্প বলেন, “আমার প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফসহ দলের চাপ ছাড়া এ আলোচনা কখনোই চূড়ান্ত হতো না। আমরা এই চুক্তির গতিপথ বদলেছি এবং তা দ্রুত সম্পন্ন করেছি।”

তিনি আরও বলেন, “আমরা যদি এই চুক্তির সঙ্গে যুক্ত না থাকতাম, তাহলে কখনোই চুক্তি সম্ভব হতো না। আমার অভিষেকের আগেই এটি হওয়া সত্যিই ভালো একটি পদক্ষেপ।”

এদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করার অভিযোগে নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, “বাইডেন কিছুই করেননি। আমরা না থাকলে জিম্মিদের মুক্তি সম্ভব হতো না। তিনি অকৃতজ্ঞ।”

উল্লেখ্য, বাইডেন গত মে মাসে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছিলেন, যা চলতি সপ্তাহে চূড়ান্ত হতে যাচ্ছে।

Nagad