যুদ্ধবিরতির পর গাজায় প্রবেশ করেছে দেড় হাজার ত্রাণবাহী ট্রাক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গত দুই দিনে মোট ১ হাজার ৫৪৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ইউএনওসিএইচএ (UNOCHA) জানিয়েছে, শুধুমাত্র গতকাল সোমবার (২০ জানুয়ারি) গাজায় ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে। রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই দিন গাজায় ৬৩০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা থাকলেও সোমবার ৩০০টি বেশি ট্রাক প্রবেশ করেছে।

ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে UNOCHA। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, “মানবিক সহায়তা বৃদ্ধি এবং গাজার মানুষের দুর্দশা লাঘবে এটি একটি পরিকল্পিত উদ্যোগ।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৪৬ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১০ হাজার ৭২৫ জন। ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ১৫ মাস পেরিয়ে গেছে। এতদিন পর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। ত্রাণবাহী ট্রাকের প্রবেশের মাধ্যমে এলাকাটিতে কিছুটা হলেও সঙ্কট মোকাবিলার আশা করা হচ্ছে।

Nagad