মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পর্যটন এলাকাগুলোতে অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ জন বাংলাদেশিসহ মোট ১৭৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় বুকিত বিনতাং এলাকায় এই অভিযান চালানো হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, বুকিত বিনতাং-এর জালান আলো এলাকার ‘হটস্পট’গুলোতে অভিযান চালিয়ে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মিশর এবং সুদানের নাগরিকদের আটক করা হয়।


আটককৃতদের সংখ্যা: বাংলাদেশি: ৭১ জন, মিয়ানমার: ৬০ জন, ইন্দোনেশিয়া: ২৪ জন, নেপাল: ১৬ জন, পাকিস্তান: ৩ জন, মিশর ও সুদান: ১ জন করে
অভিযানে আটককৃতদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো বৈধ কাগজপত্র না থাকা এবং মালয়েশিয়ায় অনুমোদিত সময়ের অতিরিক্ত অবস্থান। তাদের প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য কুয়ালালামপুরের ইমিগ্রেশন সদরদপ্তরে নেওয়া হয়েছে।
পরিচালক সৌপি ওয়ান ইউসুফ জানান, জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। তিনি আরও বলেন, বিদেশি কর্মী এবং তাদের নিয়োগকর্তারা যেন অভিবাসন আইন মেনে চলেন তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করায় বাংলাদেশিসহ অন্যান্য দেশের অনেক নাগরিকই নিয়মিতভাবে অভিযানের শিকার হচ্ছেন। এর আগে দেশটিতে কৃষিকাজসহ বিভিন্ন কাজে নিয়োজিত বাংলাদেশিদের জোরপূর্বক শ্রমের অভিযোগও উঠে এসেছে।
অভিবাসন আইন লঙ্ঘনের শাস্তি হিসেবে এসব অভিবাসীকে জরিমানা, বন্দি অথবা নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।