দুই পর্বে বিশ্ব ইজতেমা করবেন জুবায়েরপন্থীরা
শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীরা এবছর দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করবেন। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব হবে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে।’


এর আগে, মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। তবে পূর্বঘোষিত তারিখে এটি অনুষ্ঠিত হচ্ছে না। এখনো নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।
শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমার প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। এ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে মেহমানদের আসার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশ্ব ইজতেমার এ আয়োজন বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।