টেবিলের নিচে ঘুষ নয়, বাড়তি ভ্যাটই ভালো: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ঘুষ প্রতিরোধ ও উন্নয়ন ত্বরান্বিত করতে বাড়তি ভ্যাট আরোপ করাই ভালো। তিনি উল্লেখ করেন, একসময় ২০ হাজার টাকা ঘুষ দিয়ে টেলিফোন লাইন নিতে হয়েছিল। এ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সিস্টেম উন্নত করতে ট্যাক্স, পলিসি ও ভ্যাটে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে “রিফর্মস ইন কাস্টমস, ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাড়তি ভ্যাটের মাধ্যমে সেবার মান বাড়ানোর চেষ্টা চলছে। এ টাকা দিয়ে মাতারবাড়ী পোর্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ব্যবসায়ীদের নানান খাতে ঘুষ দেওয়ার প্রবণতা কমবে এবং সিস্টেম আরও স্বচ্ছ হবে। ঢাকা-বগুড়া ট্রাক ভাড়া কমার উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমরা জনগণের জন্য কাজ করছি, বাড়তি ভ্যাট আমাদের পকেট ভারী করার জন্য নয়।”