সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর গুজব: কারা কর্তৃপক্ষ
সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর খবর সত্য নয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তারা নিশ্চিত করেছে, বিচারপতি মানিক সুস্থ আছেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশন সুবিধা পাচ্ছেন।
সোমবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারপতি মানিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্পষ্ট করেন কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির। তিনি জানান, মানিকের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।


এদিকে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, মৃত্যুর দাবিটি ভিত্তিহীন এবং কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি খোলাসা করেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির। তিনি বলেন, সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।