রাজশাহীতে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চাষিদের বিক্ষোভ

রাজশাহী সংবাদদাতা:রাজশাহী সংবাদদাতা:
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

সংগৃহীত ছবি

রাজশাহীতে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তার ওপর আলু ফেলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন চাষিরা। রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি শুরু হয়।

চাষিরা জানায়, আগে প্রতি কেজি আলু সংরক্ষণে ৪ টাকা ভাড়া দিতে হতো, তবে সম্প্রতি কোল্ড স্টোরেজ মালিকেরা এটি ৮ টাকা করে বাড়িয়ে দিয়েছেন। চাষিরা দাবি করছেন, আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন। এরপর তারা মহাসড়ক অবরোধ করে সড়কে আলু ফেলে প্রতিবাদ জানান।