দক্ষিণী সিনেমা ‘থানডেল’ বক্স অফিসে ঝড় তুলছে
দক্ষিণী সিনেমা ‘থানডেল’ মুক্তির প্রথম দিনেই ২১ কোটি রুপি আয় করে বক্স অফিসে শক্ত অবস্থান নিয়েছে। চান্দু মনডেতি পরিচালিত এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি ২০১৮ সালের একটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত।
সিনেমাটিতে নাগা চৈতন্য ও সাই পল্লবী জুটি বেঁধেছেন, যাঁরা এর আগে ২০২১ সালের জনপ্রিয় সিনেমা ‘লাভ স্টোরি’-তে অভিনয় করেছিলেন। দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই জুটির নতুন সিনেমার চাহিদাও তুঙ্গে।


সিনেমাটিতে নাগা চৈতন্যকে ‘থানডেল রাজু’ এবং সাই পল্লবীকে ‘বুজ্জি থালি’ চরিত্রে দেখা যাবে। এছাড়াও অভিনয় করেছেন সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ, শিবা আলাপতিসহ আরও অনেকে। সিনেমাটি ভারতের শ্রীকাকুলামের জেলেদের বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘থানডেল’ মুক্তির প্রথম সপ্তাহেই বড় অঙ্কের ব্যবসা করবে এবং এটি দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেকটি সফল সিনেমা হতে পারে।