চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়লো টাইগাররা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ছবি: বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ১টায় (ঘড়ির কাঁটায় তখন ১৪ ফেব্রুয়ারি) বিমানে ওঠেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের অন্য সদস্যরা। তাদের সঙ্গে রয়েছেন কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ দল দুবাই গিয়ে ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের যৌথ আয়োজনে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইতে।

এরপর গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।


বাংলাদেশের স্কোয়াড:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরম্যান্স করতে আত্মবিশ্বাসী টাইগাররা। দলীয়ভাবে সেরা পারফরম্যান্সের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অধিনায়ক শান্ত।

Nagad