চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ শুরু নিউজিল্যান্ডের, পাকিস্তানকে হারাল ৬০ রানে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ সূচনা করেছে নিউজিল্যান্ড। স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে কিউইরা।

টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৩২০ রানের বড় সংগ্রহ গড়ে। দুই ওপেনার টম ল্যাথাম (অপরাজিত ১১৮) ও উইল ইয়ং (১০৭) দুর্দান্ত সেঞ্চুরি করেন। গ্লেন ফিলিপসও ৬১ রানের কার্যকর ইনিংস খেলেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ, প্রত্যেকে নেন ১টি করে উইকেট।

৩২১ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে পাকিস্তান। প্রথম ১০ ওভারে মাত্র ২২ রানে হারায় ২ উইকেট—সউদ শাকিল (৬) ও মোহাম্মদ রিজওয়ান (৩)।

ইনজুরির কারণে ফিল্ডিং না করা ফখর জামান চার নম্বরে নেমে ২৪ রান করেন। বাবর আজমের ৬৪ ও খুশদিল শাহর ৬৯ রানের ইনিংস কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও জয়ের জন্য তা যথেষ্ট হয়নি।

৪৭.২ ওভারে ২৬০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

Nagad

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে উইল ও’ররকি ও মিচেল সান্তনার ৩টি করে উইকেট নেন। ম্যাট হেনরি ২টি ও মিচেল ব্রেসওয়েল-নাথান স্মিথ নেন ১টি করে উইকেট। ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন টম ল্যাথাম।