ইসরায়েলি কারাগারে বন্দী অবস্থায় ৫৯ ফিলিস্তিনির মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

ইসরায়েলি কারাগারে বন্দী অবস্থায় কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি মারা গেছেন, যাদের বেশিরভাগই গাজা উপত্যকার বাসিন্দা। মঙ্গলবার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এই ফিলিস্তিনিরা কারাগারে প্রাণ হারিয়েছেন। প্যালেস্টিনিয়ান প্রিজন সোসাইটি জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৮ জন গাজার বন্দী। সংস্থাটি ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে মৃত্যুর তথ্য গোপন করার অভিযোগও তুলেছে।

এর আগে সোমবার বন্দীবিষয়ক কমিশন জানায়, গাজার বন্দী মুসাব হানি হানিয়াহ (৩৫) ইসরায়েলি হেফাজতে মারা গেছেন। ২০২৪ সালের ৩ মার্চ খান ইউনিস থেকে আটকের আগে তিনি সুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬৭ সালে পশ্চিম তীর ও গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে অন্তত ২৯৬ ফিলিস্তিনি মারা গেছেন। বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যার মধ্যে গাজা থেকে গ্রেপ্তার হওয়া হাজার হাজার ব্যক্তি অন্তর্ভুক্ত নয়।

গত ১৯ জানুয়ারি থেকে গাজায় তিন-পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যার লক্ষ্য বন্দী বিনিময়, স্থায়ী শান্তি ও ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন গাজায় আক্রমণ অব্যাহত রেখেছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৪৮,৩৫০ ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক আহত হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, এই আক্রমণে গাজার ৮৫% বাসিন্দা বাস্তুচ্যুত এবং ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলছে।

Nagad