স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দক্ষতা প্রমাণ করতে হবে: রিজভী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমরা জানি স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সৎ মানুষ, কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে। যদি আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে তাদের দায়িত্ব পালন না করে, এবং অপরাধ দমন না হয়, তাহলে কেন মাঠে ক্রাইম বৃদ্ধি পাচ্ছে?

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, অনেকে বলছেন পুলিশ ঠিকমতো কাজ করছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নিয়ে দ্রুত পদক্ষেপ নেবেন। পাড়া-মহল্লায় গডফাদার তৈরি হয়েছে, যাদের কারণে সমাজের সুশীল মানুষ আতঙ্কিত।

তিনি জানান, বিএনপি দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে, এবং তাদের লক্ষ্য একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা।

এই সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল প্রমুখ।

Nagad