টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল উপহার পেলো ৮ শিশু-কিশোর

রংপুর সংবাদদাতা:রংপুর সংবাদদাতা:
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

রংপুরে ৮ শিশু-কিশোর টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করে সাইকেল উপহার পেয়েছে। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর নগরীর এরশাদনগর জামে মসজিদে নর্দাণ লাইটস নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এই শিশুদের হাতে সাইকেল তুলে দেয়।

সংগঠনটির চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ শিশুদের হাতে সাইকেল উপহার তুলে দেন। মসজিদটিতে জামায়াতে নামাজ পড়া প্রতিযোগিতায় ৯৮ জন শিশু ও কিশোর অংশগ্রহণ করে, এর মধ্যে ৮ জন টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করেন। মোট ৬১ হাজার টাকায় তাদের জন্য সাইকেল কেনা হয়।

সাইকেল উপহার পাওয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়াজিৎ হোসেন বলেন, “আমি আল্লাহর ওপর ভরসা করে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি এবং ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করেছি। আলহামদুলিল্লাহ, সাইকেল উপহার পেয়েছি, আমি খুব খুশি।”

আয়োজক নর্দাণ লাইটসের চেয়ারম্যান ইয়াসির আরাফাত আসিফ জানান, মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে মুসল্লীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই ধরনের উদ্যোগ চলমান থাকবে।