ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, একিউআই স্কোর ২০৮

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

বায়ুদূষণের কারণে ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ৮ মার্চ সকাল সোয়া ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২০৮ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান এই অবস্থায় পৌঁছেছে, যা বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে।

এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় ২৫৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোর ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত এবং শহরের বাতাস শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে, তবে বর্ষাকালে কিছুটা উন্নতি দেখা যায়।