ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ
সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, এ ধরনের অপরাধে জড়িতদের কোনো ধরনের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার।
শনিবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, “একটি শ্রেণি ধর্মকে ব্যবহার করে নারীদের হয়রানির চেষ্টা করছে। কিন্তু ধর্ম এ ধরনের কাজ সমর্থন করে না। নারীদের হয়রানিতে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”


অনুষ্ঠানে সারা দেশে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় স্বাবলম্বী নারীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।