ধর্ষকের বিচার দাবিতে ঢাবি ছাত্রীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আদালতে হাজিরের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
শনিবার রাত আড়াইটায় রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে রোববার সন্ধ্যায় আবারও বিক্ষোভ হবে।


বিক্ষোভে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগসহ ধর্ষকের ফাঁসির দাবি জানানো হয়। ছাত্রীদের সঙ্গে বিভিন্ন হলের ছাত্ররাও সংহতি প্রকাশ করেন।
মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাত ১টার দিকে তারা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ছাত্রীদের এ বিক্ষোভে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল ছাত্ররাও অংশ নেন।
শিক্ষার্থীরা ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই’, ‘জাহাঙ্গীর করে কী, খাই দাই ঘুমায় নাকি’সহ বিভিন্ন স্লোগান দেন।