মব সৃষ্টি করলে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার: তথ্য উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

সংগৃহীত ছবি

দেশে এখন থেকে কেউ ‘মব জাস্টিস’ বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৯ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘যে অপরাধী, তাকে আমরা ওখানেই গ্রেপ্তার করব। আমরা অপেক্ষা করব না। ওখান থেকেই তুলে নিয়ে আসব।’ তিনি আরও জানান, মব জাস্টিস বা থানা ঘেরাওসহ যেকোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অভিযুক্তকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘অপরাধী ছাড়া পেয়েছে, সেজন্য সবার কাছেই খারাপ লেগেছে। তবে ভুক্তভোগী নিজেই মামলা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন, যার ভিত্তিতেই জামিন মঞ্জুর হয়েছে।’

তিনি আরও বলেন, মব জাস্টিস এবং সমাজে অস্থিরতা সৃষ্টির ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সাম্প্রতিক সময়ে শাহবাগসহ বিভিন্ন স্থানে যেসব মব জাস্টিসের ঘটনা ঘটেছে, সেগুলোর সঙ্গে জড়িতরা নজরদারিতে রয়েছে এবং গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।