মানবতাবিরোধী অপরাধ, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দেশটির রাজধানী ম্যানিলা থেকে তাকে আটক করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ফিলিপাইনের মাদকবিরোধী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুতার্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পরই তাকে ম্যানিলা বিমানবন্দর থেকে আটক করা হয়।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দুতার্তের শাসনামলে পরিচালিত মাদকবিরোধী অভিযানে হাজারো মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো দীর্ঘদিন তদন্তাধীন ছিল, তবে এতদিন তিনি আপেক্ষিক দায়মুক্তি ভোগ করছিলেন।

ফিলিপাইনের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তারের পর দুতার্তেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ৭৯ বছর বয়সী দুতার্তে ২০২২ সালে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়ান, তবে তিনি এখনো দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।

এখন পর্যন্ত ফিলিপাইন সরকারের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি।

Nagad