নর্থ মেসিডোনিয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৯, আটক ১০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরের ‘পালস ক্লাব’ নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১৫২ জন।

রোববার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে হিপ-হপ ব্যান্ড ডিএনকে’র কনসার্ট চলাকালে আগুন লাগে। আতশবাজির স্ফুলিঙ্গ থেকে ক্লাবের ছাদে আগুন ধরে যায়, যা মুহূর্তেই পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে ক্লাবের অনুমোদনদানকারী কর্মকর্তারাও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী পানচে তস্কোভস্কি জানিয়েছেন, ক্লাবটির বৈধ লাইসেন্স ছিল না এবং এটি একটি পুরোনো কার্পেট গুদামঘরকে রূপান্তরিত করে চালানো হচ্ছিল।

সরকারি তদন্তের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন এবং দেশজুড়ে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।