দেশকে অস্থিতিশীল করতে চাইলে হার্ডলাইনে যাবে সরকার: উপদেষ্টা মাহফুজ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে কোনো রাজনৈতিক বা ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে, সে চেষ্টা করছি। গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখতে চাই। তবে যদি আলোচনায় সমাধান না হয় এবং কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে।
বুধবার (২ এপ্রিল) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না।
গণঅভ্যুত্থানের শহীদদের প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই, শহীদদের বিচারকাজ সম্পন্ন করতে এবং তাদের চেতনা দেশের জনগণের মধ্যে ধরে রাখতে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে এবং জনগণ এতে সহযোগিতা করছে। রাজনৈতিক দলগুলো সদিচ্ছা দেখালে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারবো।
গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই, গণমাধ্যমের গুণগত মানোন্নয়ন। গণমাধ্যম সংস্কার কমিশনের পর্যালোচনা ও প্রস্তাবে মফস্বল ও কেন্দ্রীয় গণমাধ্যমের বিষয়ে বিস্তারিত সুপারিশ রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্যসচিব রাশেদুল হাসান।