জীবিকার তাগিদে ঢাকায় ফেরা শুরু, স্বস্তির যাত্রায় নেই ভোগান্তি
ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবী মানুষ ফিরতে শুরু করেছেন রাজধানীতে। কেউ আজই ফিরছেন, আবার কারও ছুটি শেষ হবে আগামীকাল। তবে আগের বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় নেই তীব্র ভিড় কিংবা যানজটের ভোগান্তি।
গাবতলী বাস টার্মিনাল ও বিভিন্ন প্রবেশপথ ঘুরে দেখা গেছে, ঈদের পর ফিরতি যাত্রীদের চাপ এখনো তুলনামূলক কম। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, আগামীকাল থেকে যাত্রীদের চাপ কিছুটা বাড়তে পারে। তবে যাত্রীরা বলছেন, এবার ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরতে পারছেন তারা।


নাটোর থেকে ফিরে মো. অন্তর নামের এক চাকরিজীবী জানান,“আগামীকাল অফিস শুরু হবে, তাই আজই ফিরলাম। রাস্তায় কোথাও যানজট ছিল না, এমনকি টিকিট পেতেও কোনো সমস্যা হয়নি।
রংপুর থেকে আসা মোহসীন বলেন, এবার যাতায়াতে কোনো ভোগান্তি হয়নি। আগে অতিরিক্ত যাত্রীর চাপ থাকত, কিন্তু এবার গাড়িতে স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পেরেছি।
ফরিদপুর থেকে আসা সৌরভ বলেন, পদ্মা সেতু হওয়ার পর ফেরিঘাটে বসে থাকার ঝামেলা নেই। এবারের ঈদযাত্রায় টিকিট পেতেও কোনো সমস্যা হয়নি।
তবে গাবতলী টার্মিনালে অপেক্ষারত সিএনজিচালকদের অভিযোগ, এবার আশানুরূপ যাত্রী পাওয়া যাচ্ছে না। চালক এরশাদুল বলেন, আগে যাত্রীরা গাবতলী নেমেই সিএনজি খোঁজা শুরু করত, এবার তেমন ভিড় নেই।
এদিকে পরিবহন সংশ্লিষ্টদের মতে, এবার দীর্ঘ ছুটির কারণে একসঙ্গে ফিরতি যাত্রীদের চাপ পড়ছে না। ধাপে ধাপে মানুষ ফিরছেন, ফলে যানজটও নেই।
পরিবহন শ্রমিকদের আশা, আগামীকাল থেকে রাজধানীতে ফেরার যাত্রীদের সংখ্যা কিছুটা বাড়বে। তবে এখন পর্যন্ত ঈদের পর ফিরতি যাত্রা স্বস্তিদায়ক বলেই মনে করছেন যাত্রীরা।