ফের শুরু হচ্ছে ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হচ্ছে। সোমবার (৭ এপ্রিল) থেকে এই নিয়ন্ত্রণ কার্যকর হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে অমর একুশে গ্রন্থমেলা ও রমজান উপলক্ষে সাময়িকভাবে এই ব্যবস্থা স্থগিত রাখা হয়েছিল।
রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং ক্যাম্পাসের পরিবেশ রক্ষা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন নিয়ম অনুযায়ী, অফিস চলাকালীন দিনগুলোতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত এবং শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এই সময়ের মধ্যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবারের গাড়ি, অনলাইন শপিং বাহন ও অন্যান্য সরকারি যানবাহন) প্রবেশ করতে পারবে।
তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে প্রবেশের পথ হিসেবে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকাগুলোর উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাস্তব অবস্থা বিবেচনায় এবং অংশীজনদের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত সময় সময়ে পুনঃমূল্যায়ন করা হতে পারে।