সব শিক্ষাপ্রতিষ্ঠানে বৈশাখ উদযাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে ও নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৭ এপ্রিল) মাউশি এক চিঠির মাধ্যমে জানায়, বাংলা নববর্ষ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৩ মার্চের চিঠির আলোকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ নিজ ব্যবস্থাপনায় পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে হবে।

চিঠিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে যেন শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চার মাধ্যমে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে।

বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ উল্লেখ করে চিঠিতে বলা হয়, শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও সংস্কৃতিচর্চা উৎসাহিত করতে পহেলা বৈশাখের মতো জাতীয় সংস্কৃতি ভিত্তিক উৎসব গুরুত্ব সহকারে পালন করা জরুরি।