ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন: হিলারি ক্লিনটন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে এক মুখবন্ধে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিশেষ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ড. ইউনূস জাতিকে গণতন্ত্রের পথে এগিয়ে নিচ্ছেন।

হিলারি বলেন, নোবেলজয়ী ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ সুবিধা চালু করে লাখো দরিদ্র মানুষকে বিশেষ করে নারীদের ক্ষমতায়ন করেছেন। তিনি পিছিয়ে পড়া নারীদের মর্যাদা ফিরিয়ে দিতে সহায়তা করেছেন, বলেন হিলারি।

তিনি আরও লেখেন, আমার ও বিল ক্লিনটনের সঙ্গে ইউনূসের প্রথম দেখা হয়েছিল যুক্তরাষ্ট্রে একই ধরনের কার্যক্রম বাস্তবায়নে সহায়তার উদ্দেশ্যে আরকানসাস সফরে। এরপর থেকে আমি বিশ্বের নানা প্রান্তে তাঁর কাজের অসাধারণ প্রভাব দেখেছি।

ড. ইউনূস সম্পর্কে হিলারির মূল্যায়ন, তিনি বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধার, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। পরদিন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদ বিলুপ্ত করে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মনোনীত করেন। ৮ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন।

ড. ইউনূস ২০২৪ সালে ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি’ ও ‘৫০০ প্রভাবশালী মুসলিম’ তালিকায় স্থান পেয়েছেন।

Nagad