বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স রেল প্রকল্প স্থগিত করল ভারত
বাংলাদেশ হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যে (সেভেন সিস্টার্স) যাওয়ার রেল প্রকল্প স্থগিত করেছে ভারত। প্রকল্প সংশ্লিষ্ট ৫ হাজার কোটি রুপি তহবিল বাতিল করেছে দিল্লি। চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়, তহবিল বাতিলের ফলে তিনটি চলমান প্রকল্প এবং পাঁচটি সম্ভাব্য রেলপথের জরিপ কাজ বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশ হয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনায় বড় ধরণের বাধা সৃষ্টি হলো।


ভারত সরকার এখন বিকল্প রুট হিসেবে নেপাল ও ভুটানের মাধ্যমে সংযোগ স্থাপনের চিন্তাভাবনা করছে। এ লক্ষ্যে ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি রুপি ব্যয়ে নতুন প্রকল্প পরিকল্পনার কাজ চলছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, “এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণসামগ্রী বা উপকরণ পাঠানো বন্ধ রয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে রেল সংযোগ প্রকল্পে অর্থায়ন স্থগিত আছে। এই প্রকল্প পুনরায় শুরু করতে হলে আগে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হওয়া দরকার।”
তবে ভারতের অংশে প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।