চলতি মে মাসে ৮ দিন কালবৈশাখীর আভাস
চলতি মে মাসে দেশের ওপর দিয়ে তাপপ্রবাহের পাশাপাশি কালবৈশাখী ঝড় ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসজুড়ে আট দিন কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রকাশিত মে মাসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসটি আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত।


পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে এ মাসে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে তিনটি মৃদু (৩৬-৩৭.৯°C), মাঝারি (৩৮-৩৯.৯°C) এবং এক থেকে দুটি তীব্র (৪০°C বা তদূর্ধ্ব) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, মে মাসে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী এবং তিন থেকে পাঁচদিন হালকা কালবৈশাখী ঝড় হতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
এ ছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে সাধারণত স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির ফলে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু নদীর পানি বৃদ্ধি পেতে পারে।