পাল্টা হামলায় ভারতকে যে জবাব দিল পাকিস্তান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৫

ভারতের মধ্যরাতের সশস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি অঞ্চলে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু ও কয়েকজন নারী রয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তান বিমানবাহিনী তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। খবর ডন।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “এটি কাপুরুষোচিত ও উসকানিমূলক হামলা। এর উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে।”

বাহাওয়ালপুরের আহমদপুর ইস্টে সুবহান মসজিদে চালানো চারটি হামলায় পাঁচজন নিহত হন, যাদের একজন শিশু। এছাড়া মুজাফফরাবাদ, কোটলি এবং মুরিদকে কয়েকটি মসজিদে হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের ভাটিন্ডা, আখনূর ও আওয়ান্তিপোরা এলাকায় তিনটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি। পাকিস্তানি বাহিনীর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “ভারত প্রমাণ ছাড়াই বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। আমাদের প্রতিরোধ চলবে।”

পাকিস্তান পহেলগামে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জানায়, “শান্তির ইচ্ছাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। এর জবাব খুব কঠোর হবে।”

Nagad