পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ‘লজ্জাজনক’: ট্রাম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, মে ৭, ২০২৫

পাকিস্তানি ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ মে) হামলার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা খুবই লজ্জাজনক। আমরা এইমাত্র হামলার ব্যাপারে জানতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘মানুষ অনেক আগেই আন্দাজ করেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। কারণ ভারত ও পাকিস্তান বহু দশক ধরে দ্বন্দ্বে লিপ্ত। শতাব্দী পেরিয়েও তাদের মধ্যে শান্তি আসেনি। তবে আমি আশা করি, এই উত্তেজনা দ্রুতই শেষ হবে।’

উল্লেখ্য, ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।  এ ছাড়া হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। এতে লিখেছে, ন্যায়-বিচার নিশ্চিত হয়েছে। জয় হিন্দ। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল উভয় দেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে ভারত ও পাকিস্তান। অবশেষে পেহেলগামে হামলার জেরে দুই সপ্তাহের বেশি পাল্টাপাল্টি পদক্ষেপের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত।

Nagad