ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন ছুটি, দুই শনিবার অফিস খোলা থাকবে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির পরিবর্তে ১৭ মে ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে। এসব দিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে স্বাভাবিক কার্যক্রম চলবে।


তবে জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ছুটির আওতায় থাকবে না। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা, হাসপাতাল, চিকিৎসা সেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরা।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক, এবং আদালতসংক্রান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।