পাকিস্তানে ভারতীয় হামলা, মৃতের সংখ্যা বেড়ে ২৬
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। আহত হয়েছেন অন্তত ৪৬ জন। বুধবার (৭ মে) ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি জানান, প্রথম প্রহরে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল বিভিন্ন বেসামরিক অঞ্চল। এতে নারী ও শিশুসহ বহু সাধারণ নাগরিক হতাহত হন।


ভারত সরকারের দাবি, পাকিস্তানের নয়টি স্থাপনায় তারা হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল না বলেও দাবি করেছে দিল্লি।
পহেলগামে সন্ত্রাসী হামলার প্রায় দুই সপ্তাহ পর এই হামলা চালায় ভারত। পাকিস্তান দাবি করেছে, হামলার পাল্টা জবাবে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সত্যিই লজ্জাজনক। আশা করি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।’
এদিকে সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি ভারত ও পাকিস্তান উভয় পক্ষকে সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানান। নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের সামরিক সংঘাত বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে।