নিহতদের বিদায়ে কাফনের কাপড়ের অভাব, গাজার হাসপাতালে হাহাকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহত ফিলিস্তিনিদের দাফনের জন্য প্রয়োজনীয় কাফনের কাপড় প্রায় শেষ হয়ে গেছে। ফলে নিহতদের স্বজনরা প্রিয়জনদের যথাযথভাবে শেষ বিদায় জানাতে চরম দুর্ভোগের মুখে পড়েছেন। শনিবার (১৭ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, সকাল থেকেই গাজার বিভিন্ন হাসপাতালে আহতদের ভিড় ছিল উপচে পড়া। কিন্তু চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট এবং দাফনের জন্য কাফনের কাপড় ও সাবানের দুষ্প্রাপ্যতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইন্দোনেশিয়ান হাসপাতালে মৃতদের স্বজনদের কান্না আর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কাফনের কাপড় না থাকায় মরদেহ সৎকারে বিঘ্ন ঘটছে।

গ্লিয়া ইন্টারন্যাশনালের মেডিকেল স্বেচ্ছাসেবক আফিফ নেসৌলি জানান, সহিংসতা বেড়ে যাওয়ায় উত্তর গাজার হাসপাতালগুলো চরম চাপের মুখে পড়েছে। প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এদিকে টানা অবরোধে খাদ্যসংকটে থাকা গাজার মানুষ এখন হামলার মুখে পড়ায় আরও ভয়াবহ দুর্দশায় পড়েছেন। শিশুরা পর্যন্ত ময়লা রুটি ও মাটি থেকে কুড়িয়ে পাওয়া চাল খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে।

শুক্রবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসযজ্ঞের মুখে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

Nagad