আপনার সরকারকে লোকজন বলছে এনসিপি মার্কা সরকার: সালাউদ্দিন
গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু এই সরকার চিরস্থায়ী নয়— মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৭ মে) বিকেলে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ‘খুলনা-বরিশাল বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভাববেন না, আমরা আপনাদেরকে কেয়ামত পর্যন্ত এই জায়গায় দেখতে চাইব। এই সরকারের একমাত্র ম্যান্ডেট হলো একটি স্বচ্ছ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা।’


তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার করে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, যাতে জনগণকে যমুনামুখী লংমার্চ করতে না হয়।’
ড. ইউনূসের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘আপনার সরকারকে লোকজন বলছে এনসিপি মার্কা সরকার। সেখানে এনসিপির দুইজন প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছেন। আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে তাদের পদত্যাগ করতে বলুন। না হলে নিজেই বিদায় করুন।’
বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়ার বিরোধিতা করে বিএনপির এই নেতা বলেন, ‘একজন বিদেশির কাছে আমাদের সেনাবাহিনী কীভাবে নিরাপত্তা সংক্রান্ত তথ্য দেবে? রোহিঙ্গা ও মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। ওই বিদেশিকে অবিলম্বে বিদায় দিন।’
সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন— ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।