‘দ্রুততম সময়ে একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “দ্রুততম সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করে একটি জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চায় কমিশন।”

শুক্রবার (১৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সঙ্গে আয়োজিত বর্ধিত আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, প্রথম পর্যায়ের আলোচনা দু-এক দিনের মধ্যে শেষ করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুতই শুরু হবে। যেখানে প্রাথমিক পর্যায়ের মতপার্থক্যের বিষয়গুলো নিয়ে কার্যকর ঐকমত্য গঠনের প্রচেষ্টা নেওয়া হবে।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, “অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আজ এই আলোচনার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যাদের ত্যাগে এসেছে, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এটি কেবল জাতীয় ঐকমত্য কমিশনের নয়, বরং দেশের সব রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সামাজিক শক্তিরও একটি সম্মিলিত দায়।”

আলোচনায় কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অন্যদিকে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিনিধি দলে আরও ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, এহসান মাহবুব যোবায়ের, সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ, নুরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন, শিশির মোহাম্মদ মনির ও সরকার মোহাম্মদ মহিউদ্দিন।

Nagad

এর আগে, গত ২০ মার্চ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ওপর নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেয় জামায়াতে ইসলামী। এরপর ২৬ এপ্রিল প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। সেদিনের অসমাপ্ত বিষয়গুলো নিয়েই আজকের বর্ধিত আলোচনার আয়োজন করা হয়।