বিসিবির কাছে ন্যায়বিচার চাইলেন নারী ক্রিকেটার রুমানা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৫

প্রায় দুই বছর আগে “নো মোর ক্রিকেট” লেখার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। মাঝে কিছু সিরিজে সুযোগ পেলেও দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। এবার বিসিবির কাছে ন্যায়বিচার চেয়ে খোলা চিঠির মতো একটি পোস্ট দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে রুমানা লেখেন, ‘বিসিবির সম্মানিত অভিভাবকদের বলছি, আমি খেলি বা না খেলি, এমন অনৈতিকতা ও বিশৃঙ্খলা আর চলতে পারে না। দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন। কোনো কারণ ছাড়া দীর্ঘ তিন বছর বাইরে থাকা কোনো হাস্যকর বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘আমার রেকর্ডই প্রমাণ করে আমি কখনো অবহেলা করে বা নোংরা ক্রিকেট খেলিনি। কোনো অনৈতিক কাজেও জড়াইনি। সিনিয়রিটি কখনো অভিশাপ হতে পারে না। আমি স্পষ্টভাবে ন্যায়বিচার চাই—তাদের বিরুদ্ধে, যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করেছে।’

২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় রুমানার। সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে নারী এশিয়া কাপে বাংলাদেশের জার্সি গায়ে খেলেন তিনি। পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় এরপর আর দলে সুযোগ হয়নি।

বাংলাদেশের হয়ে ৫০ ওয়ানডেতে ৯৬৩ রান ও ৫০ উইকেট এবং ৮৭টি টি-টোয়েন্টিতে ৮৬৬ রান ও ৭৫ উইকেট সংগ্রহ করেছেন এই অলরাউন্ডার। ১৮টি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্বও করেছেন তিনি।

Nagad