কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে দেশের বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ সরবরাহ করবে সরকার।
বুধবার (২১ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সংক্রান্ত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে গঠিত কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।


তিনি বলেন, অনেক সময় লবণের অভাবে চামড়া দ্রুত বিক্রি করতে বাধ্য হয় অনেকে। এতে ন্যায্যমূল্য পাওয়া যায় না এবং অনেক চামড়া নষ্ট হয়ে যায়। সরকার এতিমদের হকের চামড়া সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা জানান, এসব লবণ মসজিদ, মাদরাসা ও এতিমখানায় দেওয়া হবে এবং যতদিন পর্যন্ত চামড়া সঠিক মূল্যে বিক্রি না হয়, ততদিন তা সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি গতবারের চেয়ে যৌক্তিকভাবে বেশি মূল্যে চামড়ার দাম নির্ধারণ করতে। একই সঙ্গে যাতে কোনো সিন্ডিকেট বাজারে প্রভাব ফেলতে না পারে, সে জন্য মজুদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় কোরবানির পশু ব্যবস্থাপনা, পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা এবং বাজারে চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করাসহ একাধিক বিষয়ে আলোচনা হয় বলে জানান শেখ বশিরউদ্দীন।
এছাড়া, চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র তৈরি এবং সারাদেশে ৫ লাখ লিফলেট বিতরণের পরিকল্পনার কথাও জানান তিনি।
সভায় জানানো হয়, বৃহস্পতিবার (২২ মে) চামড়ার দাম নির্ধারণ করা হবে।