ঢাকাসহ সারা দেশে টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৫

ছবি: সারাদিন ডট নিউজ

ঢাকাসহ দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় টানা পাঁচদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৪ মে) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৫ মে): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে অনেক স্থানে এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

সোমবার (২৬ মে): রংপুর বিভাগে বৃষ্টির দাপট বেশি থাকবে। অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (২৭ মে): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কিছু জায়গায় এবং উত্তরাঞ্চলের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনে তাপমাত্রা বাড়লেও রাতে কমতে পারে।

বুধবার (২৮ মে): ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের সর্বত্র তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Nagad

পরবর্তী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।