টয়লেটে পড়ে মাথা ফাটল সাবেক মন্ত্রী কামরুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

দুদকের মামলায় হাজিরা দিতে গিয়ে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে মাথায় আঘাত পেয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে এ ঘটনা ঘটে।

আইনজীবী নাসিম মাহমুদ জানান, টয়লেটে যাওয়ার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান কামরুল। এতে মাথার পেছনের অংশ কেটে রক্তাক্ত হন। পুলিশ সদস্যদের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাথায় ব্যান্ডেজ করা হয় এবং পরে কেরানীগঞ্জ কারা হাসপাতালে পাঠানো হয়।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার তারেক জোবায়ের বলেন, কামরুল ইসলাম উচ্চ রক্তচাপে ভুগছেন। এজন্য টয়লেটে মাথা ঘুরে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। আদালতের অনুমতি নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

গত নভেম্বর থেকে বিভিন্ন মামলায় কারাগারে থাকা কামরুল ইসলাম পাকস্থলীর ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বলে আইনজীবী জানিয়েছেন।