জ্যাকি চ্যান বলিউডে! অজয়ের সঙ্গে ভাইরাল আলাপচারিতায় জল্পনা তুঙ্গে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

বলিউডে পা রাখছেন অ্যাকশন কিংবদন্তি জ্যাকি চ্যান! সম্প্রতি অভিনেতা অজয় দেবগণ ও জ্যাকির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে জ্যাকিকে বলতে শোনা যায়, “অজয়, বলিউডে কাজের জন্য ডাকো!” অজয়ের জবাব, “তোমার সঙ্গে কাজ করতে পারলে তো দারুণ হবে!” এরপর জ্যাকি হেসে বলেন, “তুমি ফাইট করো, আমি ড্যান্স করি। যাকে বলে একেবারে বলিউডি টুইস্ট!”—এই সংলাপগুলোই ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

চলতি মাসে মুক্তি পাচ্ছে জ্যাকি চ্যান অভিনীত ‘ক্যারাটে কিড: লিজেন্ডস ২’। আমেরিকার পাশাপাশি ভারতে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। প্রচারণার অংশ হিসেবে ভারতীয় দর্শকদের জন্য নির্মাতারা একটি বিশেষ টিজার প্রকাশ করেছেন, যেখানে রয়েছে অজয়-জ্যাকির এক উষ্ণ আলাপচারিতা।

এছাড়া ছবিটি ঘিরে আরও একাধিক চমক রয়েছে। মিস্টার হ্যান চরিত্রে জ্যাকি চ্যানের হিন্দি ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন অজয় দেবগণ নিজেই। শুধু তাই নয়, অজয়ের ছেলে যুগ দেবগণ এই ছবির মুখ্য চরিত্র লি ফং-এর ভয়েস দিয়েছেন হিন্দি ডাবিংয়ে।

ভিডিও এবং ছবির টিজার দেখে দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে—জ্যাকি চ্যান কি সত্যিই বলিউডে অভিনয় করতে চলেছেন? যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বলিউডি দর্শকদের মধ্যে জ্যাকি চ্যানকে ঘিরে আগ্রহ এখন তুঙ্গে।