‘শাপলা শালুক’ সিনেমায় বুবলী ও সজল, শুটিং চলছে সীমান্ত এলাকায়
আসন্ন ঈদে ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তির অপেক্ষায় থাকা চিত্রনায়িকা শবনম বুবলী এবার নতুন একটি রোমান্টিক-অ্যাকশনধর্মী সিনেমায় কাজ করছেন। সিনেমাটির নাম আপাতত ‘শাপলা শালুক’, তবে নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক রাশেদা আক্তার লাজুক।
এই ছবিতে বুবলীর বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। ২১ মে থেকে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে।


শুটিং লোকেশন প্রসঙ্গে বুবলী বলেন, “খুব নিরিবিলি ও দারুণ লোকেশন। আগে এমন পরিবেশে শুটিং করিনি। সিনেমাপ্রেমীদের জন্য চমৎকার অভিজ্ঞতা হবে। গল্প ও চরিত্র পছন্দ করেই ছবিটিতে কাজ করছি।”
পরিচালক জানান, এটি একটি বাণিজ্যিক ঘরানার সিনেমা, যেখানে থাকবে অ্যাকশন, রোমান্স ও ক্ল্যাসিক ধাঁচের মিশেল।
ছবিতে বুবলী ও সজলের পাশাপাশি আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, দিলরুবা দোয়েল প্রমুখ।