আজ এটিএম আজহারের আপিলের রায়: সাজা বহাল নাকি খালাস?

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৫

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় ঘোষণা হচ্ছে আজ।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে ফাঁসির দণ্ড দেন। রংপুর অঞ্চলে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে তিনটি অভিযোগে ফাঁসি, একটি অভিযোগে ২৫ বছর ও আরেকটিতে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং একটি অভিযোগ থেকে খালাস দেন। এরপর ২০২০ সালে তিনি রিভিউ আবেদন করেন।

সেই পুনর্বিবেচনার শুনানি শেষে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাকে পূর্ণাঙ্গ আপিলের অনুমতি দেয়। আজ সেই আপিলের রায় ঘোষণা করা হবে।

আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

Nagad

এ রায়ের মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে—এটিএম আজহারুল ইসলাম সাজা বহাল থাকছেন নাকি খালাস পাচ্ছেন।