বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড, চমক শমিত-সাদকে ঘিরে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫

আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার (২৮ মে) ঘোষিত এই স্কোয়াডে রয়েছে একাধিক চমক।

নিষেধাজ্ঞার মধ্যে থাকা সাদ উদ্দিনকে রাখা হয়েছে স্কোয়াডে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শমিত সোম, সঙ্গে নতুন মুখ হিসেবে আছেন ফাহমিদুল ইসলাম ও ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত।

বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে জানান, এই স্কোয়াডটি ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচ—দুইটির জন্যই প্রস্তুত করা হয়েছে। ভুটান ম্যাচের পর চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

কোচ কাবরেরা জানান, স্কোয়াডটি এখন বেশ ভারসাম্যপূর্ণ, বিশেষ করে মাঝমাঠ। হামজা চৌধুরী ও শমিত সোমের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি দলে শক্তি যোগাবে বলে বিশ্বাস তাঁর।

“দক্ষিণ এশিয়ার সেরা দল না হলেও, আমাদের গ্রুপে বাংলাদেশ যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী,” বলেন কাবরেরা।

Nagad