বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ, সর্বনিম্ন ৪০০ টাকা
আগামী ১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৪০০ টাকা। অন্যদিকে, সর্বোচ্চ ৫ হাজার টাকায় খেলা উপভোগ করা যাবে করপোরেট বা হসপিটালিটি বক্সে বসে।
বুধবার (২১ মে) বাফুফে ভবনের বোর্ড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই টিকিট মূল্যের ঘোষণা দেন ফেডারেশনের কম্পিটিশন কমিটির কর্মকর্তারা।


অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে ২৩ মে, জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকিফাই-এর মাধ্যমে।
এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ ক্লাব ফুটবলে খেলা হামজা চৌধুরীর। এর আগে ভারতে বাংলাদেশের হয়ে প্রথমবার মাঠে নামেন তিনি।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের পাশাপাশি, ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের জন্য সাধারণ গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। অন্যান্য ক্যাটেগরির মূল্য পরে জানানো হবে।
এদিকে, ভুটান ম্যাচ দিয়েই সমিত সোমের বাংলাদেশ দলের হয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: টিকিট মূল্য তালিকা
গ্যালারির নাম মূল্য
সাধারণ গ্যালারি ৪০০ টাকা
ক্লাব হাউস-২ ২০০০ টাকা
ক্লাব হাউস-১ ২৫০০ টাকা
স্কাই ভিউ ৩০০০ টাকা
ভিআইপি ৩ (রেড বক্সের নিচে) ২৫০০ টাকা
ভিআইপি ২ (খেলোয়াড়দের বেঞ্চের পেছনে) ২৫০০ টাকা
ভিআইপি ১ (রেড বক্স) ৪০০০ টাকা
করপোরেট বক্স ৫০০০ টাকা
হসপিটালিটি বক্স ৫০০০ টাকা।