প্রতি ১০০ জনে ৭০ জন শূন্য করদাতা- যা অবিশ্বাসযোগ্য: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়, যা অবিশ্বাসযোগ্য। যারা তথ্য দিচ্ছে তাদের হিসাব খতিয়ে দেখা উচিত বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন, যার বেশিরভাগই মানসম্পন্ন না।

বুধবার (৯ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘অনেক প্রতিষ্ঠান ট্যাক্স রিটার্নের নামে কাগজ জমা দেয়, কিন্তু তা মানসম্পন্ন নয়। তাই এনবিআরের দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। যারা তথ্য দিয়েছে, তাদের হিসাব খতিয়ে দেখা উচিত।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছর প্রায় ১৮ লাখ রিটার্ন জমা পড়ে, কিন্তু এই তথ্যেও গরমিল থাকতে পারে। অডিট যারা করেন, তাদের অন্তর্দৃষ্টি দিয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আর্থিক খাতের সংস্কারে অনেকেই মনে করেন, ‘এটি বিশ্বব্যাংক বা আইএমএফ-এর চাপ; কিন্তু তা সঠিক নয়। বর্তমান সরকারের নিজস্ব উদ্যোগেই এ সংস্কার কার্যক্রম চলছে। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় অডিট ও অ্যাকাউন্টিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। যারা এই পেশায় আছেন, তাদের সততা ও পেশাদারিত্ব সবার আগে।’

বিদেশি বিনিয়োগ আকর্ষণে অডিট ও অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘যদি আমরা বিদেশি বিনিয়োগ বাড়াতে চাই, তবে আন্তর্জাতিক মানসম্পন্ন অডিটিং ও হিসাব ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।’

Nagad

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভুঁইয়া। সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় অডিট, অ্যাকাউন্টিং এবং কর বিশেষজ্ঞরা অংশ নেন।