দেশি আম, দেশি উৎসব: বৃহস্পতিবার তিন দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল’ শুরু

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

দেশের আম চাষীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে রাজধানীতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘প্রাণ ম্যাংগো ফেস্টিভ্যাল’। বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হচ্ছে এই তিন দিনব্যাপী উৎসব, যা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা জানান, ‘আমরা আমের মৌসুমে প্রায় ১০ হাজার কৃষকের কাছ থেকে আম সংগ্রহ করি। এবার সেই কৃষকরাই সরাসরি অংশ নিচ্ছেন এ উৎসবে। তাদের নিজস্ব উৎপাদিত আম সরাসরি ভোক্তাদের কাছে তুলে ধরতে পারছেন তারা, যা তরুণ প্রজন্মের জন্য হবে এক ঐতিহাসিক উপলব্ধি।’

উৎসবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় ও দেশি জাতের আম প্রদর্শন ও বিক্রি করা হবে। থাকবে আম নিয়ে নানা ধরনের ইতিহাস, ঐতিহ্য এবং পরিচিতি তুলে ধরার আয়োজন। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের গেমস ও গ্রাম বাংলার সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চস্থ হবে।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও শিল্পী ঐশী-সহ বিভিন্ন সংগীতশিল্পীদের পরিবেশনা।

প্রাণ-এর হেড অব মার্কেটিং মাহমুদুল হাসান জিসা জানান, ‘তরুণ প্রজন্মের কাছে এটি যেন উৎসবমুখর হয়ে ওঠে, সে জন্য আমরা এ আয়োজনকে ভিন্ন মাত্রা দিতে চেয়েছি।’

প্রাণ গ্রুপ জানায়, বাংলাদেশে আম থেকে উৎপাদিত পণ্যের বাজার প্রায় ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে এবং প্রাণের উৎপাদিত আমজাত পণ্য বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশে রপ্তানি হচ্ছে। প্রাণ-এর পক্ষ থেকে জানানো হয়, উৎসবটি সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যে প্রবেশযোগ্য। আম প্রেমী এবং পরিবার-বন্ধুবান্ধব নিয়ে সময় কাটাতে এটি হতে পারে একটি চমৎকার অভিজ্ঞতা।

Nagad