কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) মামলার শুনানির সময় ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া এ আদেশ দেন।

শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কেঁদে ফেলেন পলক। এ সময় তিনি মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরা অবস্থায় আদালতে হাজির ছিলেন সকাল সাড়ে ১০টার দিকে।

আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা স্বজনদের দিকে ইশারায় কথা বলার চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে চোখের পানি ধরে রাখতে না পেরে অঝোরে কাঁদতে শুরু করেন, আর সেই দৃশ্য দেখে উপস্থিত স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

শুনানি শেষে পলককে ফের হাজতখানায় নেওয়া হলে, তখনও তাকে বিমর্ষ ও আবেগাক্রান্ত দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, ‘আদালতে এসে পলক জানতে পারেন তার এলাকার কিছু পরিচিত ব্যক্তি মারা গেছেন। এ খবর শুনেই তিনি শোকাহত হয়ে পড়েন এবং কাঁদতে শুরু করেন।’

উল্লেখ্য, সরকার পতনের পরদিন, গত ৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের চেষ্টা করার সময় পলককে আটকে দেওয়া হয়। সেদিন বিমানবন্দরে দায়িত্বরত কয়েকটি সংস্থার সদস্যরা তাকে পরিচয় শনাক্ত করে আটক করেন। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।

Nagad