যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহক্রীড়া সম্পাদক মো. আরিফ সিকদার হত্যা মামলায় সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব মামলার শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম এদিন সুব্রত বাইনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।


এর আগে গত ২৩ জুন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে সুব্রত বাইনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তখন তাকে কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং বিচারক তার গ্রেপ্তার মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আরিফ সিকদার ছিলেন ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহক্রীড়া সম্পাদক।
এ ঘটনায় আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় সুব্রত বাইন ও তার সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।