নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ নিচ্ছে ওপেনএআই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই তাদের মেধাস্বত্ব রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজিয়েছে। কর্পোরেট গুপ্তচরবৃত্তির ঝুঁকি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিন্যানশিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে চীনা স্টার্টআপ ‘ডিপসিক’ (DeepSeek) একটি প্রতিযোগিতামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রকাশের পর ওপেনএআই নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করে। প্রতিষ্ঠানটির দাবি, ডিপসিক তাদের প্রযুক্তি ‘ডিস্টিলেশন’ প্রক্রিয়ার মাধ্যমে অনিয়মতান্ত্রিকভাবে অনুকরণ করেছে। খবর টেকক্রাঞ্চের।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ওপেনএআই এখন ‘তথ্য টেন্টিং’ নীতি অনুসরণ করছে। এর ফলে শুধুমাত্র নির্দিষ্ট প্রকল্পে নিয়োজিত, যাচাই-বাছাই করা কর্মীরাই নতুন মডেল বা অ্যালগরিদম নিয়ে অফিসে আলোচনা করতে পারছেন। যেমন— নতুন ০১ মডেলের উন্নয়নকালে শুধু অনুমোদিত কর্মীরা এ সম্পর্কে অফিসের অভ্যন্তরে আলোচনা করতে পারছেন।

ফিন্যানশিয়াল টাইমস আরও জানায়, ওপেনএআই এখন তাদের মালিকানাধীন প্রযুক্তি অফলাইনে সংরক্ষণ করছে। অফিস এলাকাগুলোতে প্রবেশের জন্য বায়োমেট্রিক সুরক্ষা (যেমন— আঙুলের ছাপ স্ক্যান) চালু করা হয়েছে। একইসঙ্গে, ইন্টারনেট ব্যবহারে ‘ডিফল্টভাবে নিষেধাজ্ঞা’ আরোপ করা হয়েছে, যার ফলে বাহ্যিক সংযোগের জন্য আগেই অনুমোদন নিতে হচ্ছে।

তাছাড়া, প্রতিষ্ঠানটি তাদের ডেটা সেন্টারগুলোর নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে এবং সাইবার নিরাপত্তা টিমেও নতুন সদস্য নিয়োগ দিয়েছে।

ওপেনএআইয়ের এমন পদক্ষেপ বিদেশি প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে মেধাস্বত্ব চুরির আশঙ্কা থেকেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে এআই কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক কর্মী ছিনিয়ে নেওয়ার প্রবণতা ও ওপেনএআই সিইও স্যাম অল্টম্যানের বক্তব্য ফাঁস হওয়ার মতো ঘটনাগুলোর কারণে প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ নিরাপত্তাও আরও জোরদার করছে বলে ধারণা করা হচ্ছে।

Nagad

এ বিষয়ে মন্তব্য জানতে ওপেনএআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে ফিন্যানশিয়াল টাইমস।