কারাগার থেকে মুক্তি পেলেন আদিলুর-নাসির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তারা কারাগার থেকে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ। তিনি জানান, বিকেল পাঁচটার দিকে আদিলুর ও নাসিরের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। পরে সব কার্যক্রম শেষ করে রাতে তাদের মুক্তি দেওয়া হয়।

কারাগার থেকে বেরিয়ে আদিলুর গণমাধ্যমকে জানান, ন্যায়ের জন্য আমরা সংগ্রাম করেছি। ন্যায়ের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব।

প্রসঙ্গত- ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। সেই অভিযানে ৬১ জনের মৃত্যু হয়েছে দাবি করে অধিকার প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে (আইসিটি) একটি মামলা হয়। সেই মামলায় আদিলুরকে ২০১৩ সালের ১০ আগস্ট গ্রেফতার করা হয়। পরে ১১ আগস্ট আদালতের অনুমতি নিয়ে অধিকারের কার্যালয়ে তল্লাশি চালিয়ে দুটি কম্পিউটার ও দুটি ল্যাপটপ জব্দ করে পুলিশ।

একই বছরের ৪ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Nagad

গত মাসের ১৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসিরের মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে তাদের দুই বছর করে কারাদণ্ড দেয় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়। সাজার রায় আসার পর থেকে আদিলুর ও এলানের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়ে আসছিল দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন।